এপার ভাংগে ওপার গড়ে
নদীর কি আসে যায়
যার ভিটা যায় সেইত
কান্দে পরে নদীর কিনারায়
প্রতিদিন দেখি উদিত সূর্য
অস্তমিত পথে চলে
নীড় হারা জীব জানোয়ার
আধারে পথ ভুলে


সবুজ বৃক্ষের শাখায় শাখায়
লতা পাতা ফুল ফল
ঝরে পরে মূল্যহীন হয়ে যায়
বাতাসের সাথে করে ছল
কেউবা রাখে যত্ন সহকারে
ভাবিলে পরম আপন
কেউবা আবার ব্যথায় কাদায়
কষ্টের জ্বালায় আগুন


চলতে চলতে পথের শেষেই
গন্তব্য ঠিকানা রয়
মানুষের মাঝে হারিয়ে নিজেকে
আপন খুজে জগতময়
বিশ্বাস আকড়ে ভরসা পেতে
স্বর্থলোভী হিসাব কষে
দূর্বল অসহায় মানুষকেই সে
অকারণে নিত্য দোষে


জীবন মরণ গাথিল যেজন
অন্তরে পবিত্র প্রেম
পাপ পূণ্য ভেদাভেদ ভুলে
অসীম হৃদয়ে শ্যাম
মনে প্রানের চিন্তা ভাবনা
বাহ্যিক দৃষ্টিতে দেখা
আবেগ অনুভুতির বোধ শক্তি
বুঝবে কি করে বোকা


যে যেমন ভাবেও তেমন
মানুষকে করে বিচার
নিজের ইচ্ছায় নিখুত অভিনয়
ত্যগে ভোগে স্বার্থ উদ্ধার
ভালোবাসা প্রতারনার খেলা
কত দাবীর আশা বুকে
সুযোগ বুঝে বিজয় উল্লাসে
হিংসা বিদ্বেষ চোখে মুখে