কতটা বোকা আমি ,
পরের মঙ্গলের কথা চিন্তা করে ,
সবসময় নিজের ক্ষতিটাই মেনে নিয়েছি।
কাউকে বাচাতে আমি,
বুক পেতে নিজেই গুলিবিদ্ধ হয়েছি,
নতুবা শত্রুকে খুন করে অপরাধী হয়েছি।
নিজেই ক্ষুধার্ত ছিলাম,
কারো ক্ষুধা নিবারণের চেষ্টা করেছি,
ভালোবেসে নিজেরটা খাওয়াতে চেয়েছি।
জীবনের মূল্যবান সম্পদ,
হারিয়ে অবৈধ কর্মকান্ডে বাধা দিয়েছি,
মান মর্যাদা বিনষ্ট করেই উপকার করেছি।


আপন স্বার্থ ভুলে গিয়ে,
ত্যাগ করার মত একটা উদার হৃদয়,
সহ্য করার মত একটা শক্ত মন গড়েছি।
ভবিষত অন্ধকার করে,
কাউকে প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম,
আর ছায়াসঙ্গী হয়ে নিত্য পাশে রয়েছি।
শত ব্যস্ততার মাঝেও,
কারো দায়িত্ব পালনে খোজ খবর ,
চাওয়ার আগেই সব পূরণে চেষ্ট করেছি।
হতদরিদ্র অভাবী আমি,
আপন চাহিদা ভুলে সবসময় কাউকে,
শ্রেষ্ট সুন্দর উপহার দিয়ে সাজিয়ে রেখেছি।


কি পেলাম বিনিময়ে,
কি আশায় কোন লোভে স্বার্থ কি,
সম্পর্কহীন কাউকে আপন প্রিয় ভেবেছি।
অসহায় দুর্বল ছিলাম,
শক্তি ক্ষমতা আমার দেহে কি ছিলনা,
না তো পৃথিবীতে কেউ কখনো দুর্বল নয়।
ক্ষমা করার মহত্ব ছিল,
তাই বার বার অপমানিত লাঞ্ছিত হয়ে,
কলঙ্কের অপবাদে শুধু নির্যাতীত হয়েছি।
কাউকে প্রচন্ড বিশ্বাসে,
অন্তরে গেথে রাখার জন্য আপ্রাণ চেষ্টা,
কাউকে কত ভালোবাসি বুঝাতে ব্যর্থ হয়েছি।


আজ আমি সত্যি অপরাধী,
জগতে মহাপাপী ঘৃণ্য জঘন্য জানোয়ার,
কিন্তু কার জন্য আমার এই বদনামের দুর্নাম।
আমি আসামীর কাঠগড়ায় ,
কৃত কর্মের কঠিন শাস্তি দেয়ার জন্য আজ,
উগ্র চোখ রাঙ্গানোর মানসিক যন্ত্রণায় কাতর।
ভালোবাসার অপরাধে আজ,
আমার উপর প্রতিশোধ নিতে কেউ মহাব্যস্ত ,
মৃত্যদন্ড ভোগ করতে সুকৌশলে ফাদে পড়েছি।
বেচে থাকার অধিকারে আমি,
ভুলে গেলাম সব অতীত মুছে দিলাম স্মৃতি,
কারো নিকট থেকে দুরে থাকার চির প্রতিজ্ঞা করেছি।