সময়ের ঘড়ি টিক টিক চলে
সেকেন্ড ঘন্টা মিনিট পার,
দিন মাস বছরের সমষ্টিতে
  মানব জীবন ক্যলেন্ডার।
নিত্য ভাবনার রঙ্গিন আশায়
   পরিকল্পনার কর্মকান্ড,
লোভ লালসার স্বার্থ অন্বেষণ
   সময়ের কাটা লন্ড ভন্ড।


সুখের সন্ধানে ভবিষত চিন্তা
  ব্যস্ততার মাঝে বর্তমান,
পরাজিত অতীতের আফসোছ
  খুজে সমস্যার সমাধান।
নষ্ট সময়ের কষ্ট গুলি আপন
   হতাশায় কাটে জীবন,
নিরাশার স্রোতের অতল গহণ
    বালুচরে মরুর ভূবন।


দিন গেলে আর দিন আসেনা
   ভাটায় যদি যায় সময়,
উজান জোয়ারে জীবনের কূল
   ঢেউয়ে ভেঙ্গে হয় ক্ষয়।
অতীতের ধোকা ভাবছে বোকা
   বর্তমান করে অবহেলা,
ভবিষত ডুবিল অতল গহীণে
   লক্ষ্যহীন গতি শুধু চলা।