লোভ হচ্ছে একটা বিষাক্ত সাপ যে কেবল মানুষের সততা আদর্শ চরিত্রকে দংশন করার চেষ্টা করে।
লোভ একবার কাউকে দংশন করলে তার অন্তর বিষের জ্বালায় ছটফট করতে থাকে।
বিবেক বুদ্ধি জ্ঞান হারিয়ে সে বাঁচার নেশায় এমন ভাবে মত্ত হয় যেন পৃথিবীর সমস্ত ধন সম্পদ তার বিষক্ষয় করতে পারে না।
লোভের দংশনে সে দৃষ্টি শক্তি হারিয়ে অন্ধচোখে জীবনের সৌন্দর্য্য দেখতে পায়না।
বাক শক্তি হারিয়ে আত্মকথা কাউকে প্রকাশ করতে পারেনা।
পঙ্গু হয়ে অসহায়ের মত পথ চলতে কাউকে সহযাত্রী পায়না।
অন্তরে লোভের বাসনা জীবনের চরম সর্বনাশ ঘটায়।
লোভে নয় ত্যাগেই মানব জীবন সাফল্যের চুড়ান্ত লক্ষ্যে পৌছে বিজয় উল্লাসে বাঁচার স্বার্থকতা খুজে পায়।।।।