চরণ অমূল্য ধন মানব দেহের বাহক,
সাবধানে যত্নসহকারে জগতে সেবক।
সরল পথে করে গমন বাড়াইল সুনাম,
গরলে হাটিলে জটিল রটাইবে বদনাম।


আসা যাওয়া কাছে দুরে চলাচলে সদা,
ভালো মন্দ নিরুপনে সামনে পিছে বাঁধা
জাগিলে কামনার বাসনা সচেতন চরণ,
সিদ্ধি লাভে সাধন ভজন করিবে ধমন।


ভুল ভ্রান্তির মাঝে বিপদে পতিত মানুষ,
গুপ্ত চিন্তা ভাবনার প্রমাণ প্রকাশে দোষ।
চরণতলে মরণ লেখা শত্রু মিত্র গোপন,
পরম প্রিয় সুজন বন্ধু মানুষের আপন।


কাঁদায় পা পিছলে আঘাত হানে কোমর,
শক্ত পাথরে হোঁচট ভাঙ্গে বুকের পাঁজর।
মাটির বুকে দাঁড়াতে পোক্তা দুইটি খুঁটি,
জীবনের স্বার্থকতা পায় নিত্য কর্ম খাঁটি।