দুই চাকার মানব গাড়ি গন্তব্যহীন ঠিকানা,
চালায় মন ড্রাইভার আইন কানুন জানেনা।
লাল সবুজ হলুল সিগন্যাল করনো নিয়ন্ত্রণ,
আঁকা বাঁকা রাস্তার মোড়ে দূর্ঘটনার কারণ।


কোটি কোটি প্যাসেঞ্জার কেউ নিবে না বাড়ি,
আপন গন্তব্যে পৌছে সবে ছেড়ে দিবে গাড়ি।
বোকা চালক তেল পুড়িয়ে করে যাত্রী সেবা,
ভাড়া তোলে টাকা কড়ি আনন্দে মারহাবা।


ইঞ্জিনে ময়লা জমে কলকব্জাগুলি হয় অচল,
প্যাডেল গিয়ার অকেজো ডায়নামা বিকল।
নষ্ট গাড়ী মেরামতের নেই কোন মিস্ত্রী ভবে,
চমৎকার কোন পলিশে পুরাতন নতুন হবে?


কোথা থেকে ছেড়ে এসে যেতে হয় কত দুর,
কোন খানে শেষ ঠিকানা গন্তব্যহীন অন্তপুর?
চড়িয়া মানব গাড়ি যাইতেছে জগতকে ছাড়ি,
কে যাবে আগে পরে কেউ করেনা তাড়াতাড়ি।