মানুষের তৈরি আদালতে বিচার করে কে কার,
শেষ বিচারের বিশাল আয়োজন বিশ্ব বিধাতার।
সাজানো একটি মিথ্যা স্বাক্ষী সত্য করে গোপন,
ভাবছো বুঝি মুক্ত হল ক্ষণিকেের মানব জীবন।
জর্জ সাহেবের অন্ধ দৃষ্টিতে দেখার নাই জ্যোতি,
রায় দিয়েছেে ন্যায়ের বিরুদ্ধে আসামীর ক্ষতি।


আত্মপক্ষ সারেন্ডারে আসবে কঠিন বিচার দিবস,
কাঠগড়ায় দাড়িয়ে পাপী স্বীকার করবে সব দোষ।
মর্যাদার এই সফল জীবন দেয় যদি তোকে ধোকা,
স্বাক্ষী সেদিন কে হবে তোর জানিস নাকি বোকা।
হস্ত পদ কর্ণ নাসিকা সাজানো গুছানো মুখের বুলি,
আখি যুগল সত্য ন্যায়ে দেখতে যাবে তোকে ভুলি।


মানুষের আইন প্রয়োগ করে মানুষকে দিতে সাজা,
উকিল মুক্তার জর্জ ব্যরিষ্টার ক্ষমতার আসনে রাজা।
গ্রেফতারির সমন জারি সাধু শয়তান নয় অপরাধী,
হুকুম তামিল করবে কোনদিন নিয়ন নীতিতে বিধি।
অভিযোগে চাইতে বিচার মানুষের আদালতে নালিশ,
বিবেকের দ্বারে আসামী তুই গোপন করে কেন চলিস?