মানুষের জাত
তোফায়েল আহমেদ টুটুল


হিন্দু মুসলমান বৌদ্ধু খৃষ্টান,
জগত জুড়ে জাতের ব্যবধান।।
ওরে মানুষ,
             জাত জাত জাত করিস কেন ভবে
             জাত ধুইয়ে কি তৃষ্ণায় জল খাবি?
             ভেঙ্গে ফেল বন্দির জাতের প্রাচীর
             তবেই মুক্তির সঠিক সন্ধান পাবি।


জীবে দয়া যেজন করে ভূবনে,
ঈশ্বর সেবে সেজন পবিত্র মনে।।
ওরে মানুষ,
           আল্লাহ ঈশ্বর প্রভু ভোলানাথ হরি
           কোন জাতের সাথে জাত মিশাবি?
           প্রেম প্রীতি ভালোবাসা নেই অন্তরে
           হিংসা বিদ্বেষে আছে জাতের দাবী।


বুকের মাঝে বিরাজিত সুন্দর,
জ্ঞানী গুণী সাধু ঋষীর নজর।।
ওরে মানুষ,
             বাইবেল কোরআন বেদ ত্রিপিটক
             শাস্ত্র বিধান ধরাতে জাতের প্রথা,
             মসজিদ মন্দির গীর্জায় উপাসনা
             ভক্তি সেজদা কোন আসন পাতা??


মিথ্যা জাতের উপরে মানুষ সত্য,
পরম সুখে হৃদয় পুরে প্রেমের নৃত্য।।
ওরে মানুষ,
         জাত ভুলে মানুষকে বাসরে ভালো
         সন্ধির শান্তি নিশান উড়বে বিশ্বময়,
         মানুষের জীবন মরণ বাঁচার ধরণ যে
         করুণার অনুগ্রহে সৃজিলেন জগতময়।


আমরা সকলে মানুষ মানুষের জন্য,
ধর্মে দন্ধ বিবেক অন্ধ ভাবি পাপ পূণ্য।।