একদিন মাটির ঘরে অন্ধকারে
হবেরে তোর বসত বাড়ি
একদিন মাটির ঘরে
বান্ধব ছাড়া ও রে বান্ধব ছাড়া সর্বহারা
নাই বিছানা নাই মশারি
একদিন মাটির ঘরে


কাঁচা বাশের মাচা দিয়া মাটি দিল তার উপর
দরজা জানালা না রাখিয়া দিয়া গেল কবর
ডাইনে মাটি বায়ে মাটি
কি সুন্দর পরিপাটি
একলা তখন আফছোস করবি
কই গেল হায় জমিদারি
একদিন মাটির ঘরে


মুনকার নাকীর দুই ফেরেস্তা আসবেরে তোর কবরে
সারাজীবন কি করিলি আমলনামা দেখ পড়ে
তিনটা সাওয়াল করবে কঠিন
উকিল মুক্তার খুঁজবি জামিন
আইন আদালত তোর হেফাজত
থাকবে নাতো কোর্ট কাচারি
একদিন মাটির ঘরে


রাজা প্রজা আমির ফকির কি দিবি তোর পরিচয়
ভবের হাটে মান মর্যাদার করলি কত অভিনয়
বুঝবি সেদিন আসল নকল
স্বর্গ নরক তোর কর্মফল
ভোগ করতে অনন্তকাল
টুটুলের নাই বাহাদুরি
একদিন মাটির ঘরে অন্ধকারে