কে শুনিবে আমার হৃদয়ের করুণ আকুতি
      পাষাণীর বুকে পাথরের কণা,
নির্মম নিষ্ঠুর মানুষ বিবেকহীন সকল প্রাণ
      প্রেম আমার জীবনের সাধনা।
অদৃশ্য স্রষ্টার গুপ্ত ভালোবাসায় সুন্দর সৃষ্টি
      বসুধার গর্ভে ঘটেছে আগমন,
অনাবিল সুখে আকাশের নীলে সজাগ দৃষ্টি
      সম্পর্কের ব্যবধানে পর আপন।


ক্ষুধার জ্বালায় কাতর পিপাসায় নিত্য কাঁদি
      আহারে হয়না উদর পরিপূর্ণ,
নিদ্রাহীন দুনয়ন অবিরত করিতেছে ক্রন্দন
       বিস্মৃত সজ্জিত শয্যা সংকীর্ণ।
ধনী গরীবে বাঁচার অধিকার একত্রে কোথায়
      উচু নীচু ভেদে পার্থক্য নির্ণয়,
আমির ফকির রাজা প্রজা মর্যাদার মাপকাঠি
      জগতে মানুষের নাম পরিচয়।


জীবনের দ্বারে দ্বারে আমি খুঁজেছি দিবা নিশি
       প্রেম প্রীতি ভালোবাসার জল,
হৃদয়ের অতল গভীর শান্তি সুখের অমৃত সুধা
       তৃপ্তির আশায় অনন্তের শীতল।
শুনি যত শাস্ত্র বিধানে সত্য ন্যায়ের নীতিবাক্য
        জগতে মানুষ মানুষের জন্য,
জীবের সেবায় আনন্দ চিত্তে ক্ষুদ্র মানব জীবন
        ঈশ্বরের মহীমা কোথায় পূণ্য?