অতৃপ্ত আশা নিয়ে ঘুরছে সদা
অস্তিত্তবিহীন মানুষের মন,
বিশ্বাসে বেঁধে অন্তরে গাঁথে প্রেম
অনাকাঙ্খিত সুখের স্বপন।
কখনো মধুর কখনো বেদনা বিদূর
অনুভূতির ভাবনায় আকুল,
আবেগ রাঙ্গা সাজিয়ে চির সুন্দর
হৃদয় কাননে ফুটিবে ফুল।


কোমল পাঁপড়ির সুভাষ ছড়ায়ে
মাতাল আনন্দে নেচে উঠে,
সুযোগ সন্ধানী ভ্রমরের গুঞ্জরণে
মধুমিতা লুকায়িত পত্রপুটে।
তৃষিত মাধুকের অনন্ত পিয়াসায়
কামিনী ফুটে সন্ধ্যা সকাল,
সুরের মূর্ছনায় বসন্তের কোকিল
কৃষ্ণচুঁড়া যেন লজ্জায় লাল।


বিরোহী উদাসীর ক্লান্ত অবসাদে
দখিনা পবনের শীতল পরশ,
চঞ্চল প্রাণ স্পর্শ দোলায় কাতর
কাটেনা প্রহর বিফল দিবস।
নিঝুম দ্বীপের অজানা প্রবাসীর
একাকী বিভোর মগ্ন ধ্যানে
প্রকৃতির ন্যায় সবুজের শ্যামল
ফাগুন বসন্ত মনের বনে।