এমন সুন্দর তোর মনের ঘর
পরিস্কার করে রাখলিনা
মনের কয়লা যত ময়লা
দুর্গন্ধের আর্বজনা


কুপথে গমনে কুকথা শ্রবণে
কুমন্ত্রণা আসে মনে
অনিষ্ট চিন্তা নিকৃষ্ট পন্থা
চরিত্র গঠন জীবনে
কাম ক্রোধে মন বেধে
লোভ লালসার বাসনা


দৈর্ঘ্যের উচ্চতা প্রস্থ গভীরতা
নাই মনের পরিধি ব্যস
গোপন সত্তা পায়না পাত্তা
হিংসা বিদ্বেষের ক্লেশ
মনের রঙে ভাব তরঙ্গে
মোহ মায়ার ছলনা


জল কি হুতাশন মাটি কি পবন
কি দিয়া গড়িল মন
কোন কৌশলে মন মহলে
খুজে মানুষের আপন
প্রাপ্তির তৃপ্তি স্বাদ উপলব্দি
সুখ দু:খের দুটানা


হাসি আনন্দ কান্নায় দিদ্বা দন্ধ
মন মহাজনের হিসাব
যুক্তির তর্কে স্বার্থের প্রতিকে
চুক্তিতে দেহের নবাব
টুটুলের মনে যোগ সাধনে
শান্তণা হীন ঠিকানা