বিচ্ছেদের গ্রেনেড হানিল আঘাত জীবনে
   সন্দেহের অভিযোগে মামলা দায়ের,
বিনা তদন্তের চার্জশীট তোমার আদালতে
    আত্মপক্ষ সমর্থন করিলাম রায়ের।


বিশ্বাসের শিকড় উপরে ফেলে দিলে তুমি
   অভিমানের শাস্তি দিলে ভুল বিচারে,
দাওনি স্বাক্ষী মানিতে ভালোবাসার দাবীতে
   প্রেমের শপথ নেবার সুযোগ আমারে।


আমিতো মনের কারাগারে চিরবন্দি আসামী
   প্রতিক্ষায় বেঁচে থাকি পাইতে জামিন,
অপরাধ করিনি কোন এ কথা চিরন্তণ সত্য
   সাজার মেয়াদ ঘৃণার অপমান কঠিন।


আপিল করিলে তোমার বিবেক আদালতে
   জর্জ কোর্ট হাই কোর্টের রায়ই বহাল,
আমাকে ফাঁসাতে স্বার্থের আসনে বিচারক
  সুনিপুন কারুকাজে পেতে ধারার জাল।


হবনা কভু বেকসুর খালাসের মুক্ত স্বাধীন
  ভোগেছি কারাদন্ড তাই যাবতজ্জীবন,
একাকী নিঃসঙ্গ অস্তিত্বের সেলের ভিতরে
  জল্লাদকে ডাকি ফাঁসিতে দিতে মরণ।