তোমার নিকটে বিধি কত কিছু চায় মানুষ,
পৃথিবীতে চাই শুধু আমি মনের মত মানুষ।
এই জনমে চাইগো যারে পর জনমেও চাই,
প্রেমের ভূবনে সুখে দু:খে তারে যেন পাই।


এই দুনিয়ার মায়াজালে ভালোবাসার ফাঁদে,
বাঁচার আশায় প্রতিনিয়ত অন্তর মরে কেঁদে।
বিচ্ছেদের অনলে পুড়ে আপন ভেবেছি যারে,
মিলনের সন্ধিক্ষণে সেই থাকে দূরে বহুদূরে।


আমার ভাগ্যলিপিতে লিখলে যাকে চাইতে,
মোনাজাতে হাত তোলে অন্য কাকে পাইতে?
এই বুকের অতল গহীণ দিলে যাকে আশ্রয়,
সেইতো কেন অন্য বুকে কাটায় সুখে সময়?


দিলেনা মিল কারো সাথে দিদ্বা দন্ধের তর্ক,
দুই দেহ এক বৃত্তে ভালোবাসা নেই সম্পর্ক ।
আবেগ অনুভুতির প্রেমে প্রাপ্তি তৃপ্তির শান্তি,
কষ্ট জ্বালা অধিকার কর্তব্যে কত ভুল ভ্রান্তি!


ভিন্ন দেহে ভিন্ন আত্মার মানুষের ভিন্ন জীবন,
চাওয়া পাওয়া ভিন্ন স্বাধে সাজিয়ে কঠিন মন।
এত মানুষের ভিড়ে কি মনের মানুষ আসিবে?
তুমিইতো জান বিধি কে আছে আমার নসীবে?