মনের ছবি আঁকতে পারে কি কেউ?
          হ্যা গো মনের ছবি।
তোমরা হয়তো সকলে বলবে মোরে,
          ছবিতো মনের দাবী।
আমি বলি কি মনের ক্যানভাসে ছবি
          চিত্রশিল্পী আঁকে সুন্দর,
রঙের তুলি কত মাধুরী মিশ্রিত রূপে
           কল্পণায় দেখিল অন্তর।


কবিতায় লিখে মনের কাব্য অনায়েসে
         কবি সাহিত্যকের ভাবনা,
আকার আকৃতি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গভীর
          অনবদ্য রচে অপূর্ব রচনা।
আমি বলি কি মন সুন্দর পবিত্র এক সত্তা
          হাসি আনন্দ অনুভূতি সেথা,
আঘাতে অপমানে ব্যথা বেদনায় কাতর
         অবিরাম ক্রন্দণে সকলি বৃথা।


মন নাকি পাগলা ঘোড়া দিবানিশি ছুটে
        ফুলে ফুলে উড়ে প্রজাপতি,
নীল আকাশে মেঘের ভেলা রামধনু মন
        সাজানো থাকে প্রেম প্রীতি।
আমি বলি কি কাঁচের তৈরি স্বচ্ছ পরিস্কার
        মনের আয়নায় দেখে নয়ন,
প্রখর দৃষ্টি শক্তি মনের আলোর জ্যোতি
        অন্ধকারে হেরিতে প্রিয়জন।