কোন বাগীচার ফুল তুমি কোন গগণের চাদ,
হৃদয় মাঝে তৃষিত পিয়াসা আমার স্বপ্ন স্বাধ।
দ্বীপের শিখা নয়নের আলো কাটাতে আধার,
কপালে আকা সূর্যের টিপ রূপ কাচা সোনার।


সবুজ বনে শ্যমল বরণ কোমল কুমারী লতা,
হেলে দোলে অঙ্গখানি ফেলছে পায়ের পাতা।
মুক্তোর দানা ছড়ায় যেন মিষ্টি হাসির ঝিলিক,
পাগল করা সুবাসের গন্ধ মাতিয়ে দিক বিদিক।


আপন মনে লজ্জাবতী আবৃত বসনের আড়াল,
দৃষ্টিসীমায় পলক মেলায় লজ্জাতে যেন লাল।
পল্লীগায়ের মেঠো পথে ফুটিয়াছে স্বর্গীয় ফুল,
সত্যি আমি দেখছি কি ঠিক না কি মনের ভুল।


আবেগ প্রবন ভাবনার তরঙ্গ এসে হৃদয় তীরে,
কল্পনার দ্বীপে উজান স্রোত যাচ্ছি আমি ফিরে।
অতল গহীনে ডুবে অন্তরে খুজিয়াছি দিবানিশি,
কোন মানিক রতন আশা সিন্ধু সেচা ভালোবাসি।