মৌলিক চাহিদা


মৌলিক চাহিদা নিবারণে জীবন যুদ্ধ বাঁচার আশা,
অন্ন বস্ত্র নিরাপদ আশ্রয় স্বাস্থ্য রক্ষায় সু-চিকিৎসা।
মানব জীবন বড় কঠিন মানুষ মানুষের জন্য ভবে,
ভোগে লোভী! কৃপন হৃদয় ত্যগে, মানুষ হয়না সবে।


অনাহারে ক্ষুধার্ত যেজন, উদরে তার জ্বালা যন্ত্রণা-
অন্ন জলে তৃপ্তি খোজে খোদার দরবারে করুণ কান্না।
মানুষের মাঝে দয়ালু যেজন, মহৎ প্রাণের উদারতা-
স্বার্থত্যাগে অতিথী সেবায় ভোজন করায় মহদেবতা।


লজ্জা শরম ইজ্জতের ভয়ে, অঙ্গ ঢাকতে যেজন খোজে-
পরিধানের বস্ত্র উপহার মহান আল্লাহর চাদর বুঝে।
মানুষের মাঝে শ্রেষ্ট যেজন মর্যাদার গৌরব কুঁড়ায়,
সাজিয়ে সুন্দর আনন্দে পূণ্য অর্জনে বস্ত্র বিলায়।


খোলা আকাশের নিচে যেজন ভূমিহীন খুব অসহায়,
নিরাপত্তার আশ্রয় নীড়ে মাথা গোজার ঠাইটুকু চায়।
লাভ ক্ষতির দেনা পাওনা শুধু মানুষের মঙ্গল কল্যাণে,
শান্তি সুখের জান্নাত গড়ে গৃহহীনদের ব্যবস্থা গ্রহণে।


অসুস্থ রোগীর ভীষন কষ্ট- মরণ ব্যথায় কাতর সর্বক্ষণ,
সেবা যত্নে রাখবে বুকে আছে যতো আপন প্রিয়জন।
পবিত্র প্রেম যার অন্তরে সৃষ্টির সেবায় রয় সন্ধানে,
স্বার্থক মানব জীবন উৎসর্গে অমর সুন্দর ভূবনে।


অন্নদাতা আশ্রয়দাতা জীবনদাতা কোন বিধাতা?
বিপদ-আপদ এই জগতে মানুষ করে সহযোগীতা।
পালনকর্তা জন্মদাতা কেউ শুনেনি আত্মচিৎকার!
কৃতজ্ঞ অভাবীর স্বভাব, যার অধীনে জীবন উদ্ধার।