মিছে কেন দোষ চাপিয়ে দিলে তুমি
             ধর্ম গ্রন্থের কাঁধে,
মানুষ এনেছে ধর্ম ধর্ম আনেনি মানুষ
          আটক ধর্মের ফাঁদে।।


আপন সত্তায় যদি বিকশিত না হয়
           সত্য বলার সাহস,
গ্রন্থে বলেছে সদা সত্য ন্যায়ের কথা
            তবুও ধর্মের দোষ??


প্রেম প্রীতি ভালোবাসা শিখাতে চায় ধর্ম
             পবিত্র অন্তরে স্থান,
বেদ গীতা খুলে দেখ পাতার ভাঁজে ভাঁজে
               বাইবেল কুরআন।।


মসজিদ মন্দির গীর্জায় ভক্তি সেজদা পুজা
                  যত উপাসনালয়,
সকলেই মিলেছে এক কাতারে যেথায়
                 মানুষের পরিচয়।।


গ্রন্থ বলেনি মসজিদ মন্দির থেকে ফিরে
                 সমাজের মানুষে,
আল্লাহ হরি ঈশ্বর তর্ক বিতর্কের প্রভেদ    
                  হিংসা বিদ্বেষে।।