একটি করুন প্রেমের কান্না শুনে কম্পিত বুকে যে ঝড় ভয়ে গেল তাতে হয়তো কিছু অশালীন ভাষার ব্যবহার চলে এসেছে বিষয়টি সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার সবিনয় অনুরোধ করছি । তার আগে তাকে নিয়ে লেখা প্রথম কবিতা ছিল যার জন্য করলাম চুরি সেই বলে চোর বাকি কথা আজকে বলে সে নাকি কষ্ট দুর করতে পেরেছে ।


বেশ্যা আমি আমার কাছে
               তোমার কি দায় তাতে
পয়সা ছাড়াই কাপড় খুলি
               তবুও নই কারো আশাতে
জীবের প্রেমেই মত্ত আমি
                  থাকল যারা অনাহারে
অন্ন বস্ত্রের যোগান দিতে
                নিরাপদের আশ্রয় নীড়ে


ব্যবহার হয়েছি আমিই
                 মূল্যবান ইজ্জত রক্ষায়
জীবনের অমূল্য সম্পদ
               সতীত্ব অকাতরে বিলায়
বুঝেছো যে তুমিও এটাই
                অবহেলা তাই নিত্য কর
প্রতিশোধের শাস্তি দিতে
                   চোখ রাঙ্গিয়ে ঘাড় ধর


ভালোবাসায় নেই পাপ
                আছে শুধু দায়িত্য কর্তব্য
জীবন মরন বেধে রাখতে
            চেষ্টা ছিল যদিও নেই সাধ্য
নষ্ট দেহের পবিত্রতা খুজে
             মনের মাঝে কুপরিকল্পনা
স্বাদ মিটাতে ভোগে ত্যাগে
              যৌবন জ্বালার ক্ষুধা তৃষ্ণা


যার জন্য হইলাম বাসি
                  চরণ দাসী হইব বলে
প্রতারণার ধোকা দিয়ে
              অপমান করে সুকৌশলে
যার জন্য দাগী আসামী
             হিয়ার মাঝে লুকাই তাকে
কান্দে পরাণ যার লাগি
                 সে দেখে ঘৃণার চোখে


অশ্লীল ভাষায় বেশ্যা বল
                 হলাম আমি কার জন্য
উগ্রতা আর ক্রোধানলে
               পুড়বে তোমার সকল পূণ্য
জীবন যুদ্ধে জয় পরাজয়
                  ভাঙ্গা গড়া উত্থান পত্তন
হিসাব কষে দোষ চাপালে
               হবে কি আর ক্ষতি পূরণ


অপবাদের কলঙ্কের কালি
              ছুরে মারতে দিলাম সাহস
দুর্গন্ধ ময়লা আবর্জনায়
              নাক ডুবানো আমারি দোষ
যেমন কর্ম তেমনিতো ফল
                 প্রকৃতির এই নিয়ম নীতি
চাইছি তোমার মঙ্গল কল্যান
                  বরন করেই মহা দুর্গতি


সস্তা ভেবে তুচ্ছ তাচ্ছিল্য
                প্রতিশোধের নেশায় মত্ত
চাইনা ক্ষমা কৃত কর্মের
             হোক না হৃদয় ক্ষত বিক্ষত
ইহকালের পরেও যখন
                 পরকালের বিচার হবে
বিধির নিকট তোমার জন্য
                 হাত দুটি প্রার্থণায় রবে