বিধিরে ও বিধিরে
আমার মনের কথা তোরে শুধু কই
আমার জীবন খাতার পাতা বুকে
জমা কত ব্যথা
ও তাই দুঃখ কষ্ট এই জগতে সই।।।


বিধির কলম লিখল যখন
আমার ভাগ্য লিখন
সুখ শান্তির কথা বিধির
হয়নি তখন স্বরণ
কর্ম দোষে বিধির কাছে
অবহেলার কারণ
সত্য ন্যায়ে মুক্তির পথে
হয়নি কভু গমন
মিথ্যার আবরণে মুখোশ পরে রই।।।


সাধ্য কি আর হবে বিধি
বুঝতে তোমার খেলা
তোমার সকাল তোমার সন্ধ্যা
কখন ডুবে বেলা
কেউ যায় মরে কেউ রয় জিন্দা
নিত্য তোমার লীলা
মানুষ দিয়া বসাইয়েলে
আজব রঙ্গের মেলা
মোহ মায়া এই পৃথিবীর বেহুশ হয়ে রই।।।


বিধিরে ও বিধিরে
আমার মনের কথা তোরে শুধু কই
আমার জীবন খাতার পাতা বুকে
জমা কত ব্যথা
ও তাই দুঃখ কষ্ট এই জগতে সই।।।