অচীন দেশের মাঝি ভাইওরে
অচীন তোমার বাড়ি
আমার এই ভাঙ্গা নায়ে
কেমনে দেব পাড়ি


ও মাঝিরে
অকুল দরিয়ার মাঝে
স্রোতের টানাটানি
ঢেউয়ের মাঝে হাবুডুবু
চতুরদিকে পানি
কুল কিনারা হারাইয়াছি
তুফান দেইখা ভারি


ও মাঝিরে
কত রঙ্গের বৈঠা হাতে
ধরলাম এসে হালে
মাল্লা দিয়া দাঁড় টানাইলাম
পাল উড়াই মাস্তুলে
অজানা এক তীরের সন্ধান
নোঙ্গর করা ছাড়ি


ও মাঝিরে
কপাল পোড়া আমি কাঁদি
বেলা গেল ডুবে
সন্ধ্যা হলে ঘোর অন্ধকার
আলো যদি নিভে
করুন দশা মরণ নেশা
টুটুল গেল হারি