তের্জারিমা ১


বিধির কলমে লেখা নিয়তিতে বাঁধি,
যার কপালে যা লেখা তাই যে ঘটবে,
এ জগতে অহেতুক সুখ খুঁজে কাঁদি।


পাষাণের দয়া মায়া কি করে জুটবে,
যে দিন ভাগ্য লিখিল নির্দয় কলম,
সেদিন সুখ ছিলনা দয়ালু স্বভাবে।


শান্তি সুখের আশাতে খুঁজি যে আশ্রম,
দুঃখের প্রলয়ে ভাঙ্গে সাজানো মহল,
গড়িতে আসেনা কেউ মহান পরম।


ব্যথা বেদনার জ্বালা চিতার অনল,
নিশীদিন পুড়ে ছাই বুকের গহণ,
নিভাতে বৃথাই চেষ্টা ঢেলে আঁখিজল।


সুখতো হাট বাজারে খুঁজি অকারণ,
ষোলআনা বিনিয়োগে পুঁজি মুলধন।