উত্তরে ফেলেছি চরণ মন ছুটেছে দক্ষিণে,
পূর্ব পশ্চিম দুই দিগন্তে সীমানা কোনখানে?
পাখির ডানায় ভর করে উড়িলাম আসমানে,
নিথর অসাড় দেহখানি আছড়ে পড়ে জমিনে।


কলম হাতে মনের অব্যক্ত কথাগুলো করিতে প্রকাশ,
অবিরাম লিখি গোপন ব্যথা প্রতিভার বিকাশ।
সাম্যবাদী এক্যবাদী ধর্মীয় বাণী মানবতার গানে,
সামাজিক রাজনৈতিক বিদ্রোহীর প্রতিবাদ রণাঙ্গণে।


ফাগুন বসন্ত ফুলে সাজানো হৃদয় কানন,
তন্দ্রাহারা দুনয়নে স্বপ্নের অঝোর শ্রাবণ।
ক্ষুধা তৃষ্ণার তীব্র জ্বালা অন্তরে বাড়ে দিগুন,
নেশার ঘোরে উলট পালট বিশ্বাসে বন্দি জীবন।