প্রথম যৌবন বেলা পাইয়া বোকা অবলা,
প্রেম শিখায়ে বন্ধু বাড়ালে অন্তরে জ্বালা,
চিতার অনলে দহণ কলিজা পুড়ে কয়লা,
বিচ্ছেদের দাগা সয়ে গলে কলঙ্কের মালা।


        ভাগ্য লিখনে কলম বিধির বৈমুখ,
        জীবনের পাতায় শুধু সাজানো দুঃখ।


জনম দুঃখী অভাগার কপালে নেই সুখ,
নতুন আশায় তুমি বন্ধু খুঁজ অন্যের বুক,
ভালোবাসার মায়ার বাঁধন হৃদয়ে অসুখ,
চিতার অনলে অবিরত জল ঢালে দুচোখ।


        চারিদিকে দুই নয়নে হেরি ভূবনে,
        দিবস যামী করুণ রোধন গোপনে।


নগরে নগরে ঘুরি দেশ বিদেশে বনে বনে,
লোকসমাজের অপবাদ নিন্দা অপমানে,
অন্তর জুড়াতে শান্তনা প্রেমের সুধা পানে,
চাতক বাঁচে কেমনে মেঘের বরিষণ বিনে।