অন্তরে বসিয়া যেজন দিবানিশি ডাকে,
দেয়না ধরা যায়না দুরে রেখে আমাকে,
এই হাসে এই কাঁদে সে আড়ালে থেকে,
নিত্য চলে পাশে পাশে জীবনের বাঁকে।


যেজন করিল দখল আমার হৃদয় কুটির,
কি যাতণা বিঁষে রাখিল সর্বক্ষকণ অস্থির,
দংশিল সে কোথা বিঁধালো পাঁজরে তীর,
ক্ষত বিক্ষত সাধের জীবন ভেঙ্গে চৌচির।


নয়নে অশ্রু ঝরে নিভাতে বুকের অনল,
উজান স্রোতে ডুবি গভীর জলের অতল,
প্লাবনের জলধারা মরুভুমি হয়নি শীতল,
রিক্ত হস্তে মুক্ত হতে পিয়াসা সিক্তের জল


এই প্রেমে সেতু বন্ধন অদৃশ্যের অন্তরালে,
নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপিত চরম ভুলে,
জীবনের খেয়া ঘাট মায়া নদীর দুই কূলে,
বিশ্বাসের শিকড় উপরে সর্বনাশী খেলে।