ও বিধি ,তুমি নিশ্চয় আমাকে অনেক যত্ন সহকারে গড়েছো।
কত সুন্দর, হাত ,পা, চোখ, নাক ,কান সবি ঠিকঠাক ছিল।
তবে কেন? অভিশপ্ত জীবনে কথা বলার ভাষা দিতে পারলে না?
কাউকে ডাকার মতো অনর্থক শব্দগুলি যে আমার ভাষা
এই পৃথিবীর কেউ তা মানতেই চায়না ।


তুমি কি শুনতে পাও সকলের কথা ?
কত জনে কত সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলে ,বিরক্ত লাগেনা তোমার ?
আমার না খুব রাগ হয় , প্রচন্ড ইচ্ছে হয় যারা মিথ্যা বলে তাদের মুখের ভাষা কেড়ে নিতে,
আমাকে কেউ বুঝতে না পারলেও আমি সবাইকে বুঝি তা হয়তো কেউ বিশ্বাস করবে না ।


মাঝে মাঝে এটাও ভাবি কথা বলতে পারিনা এটা খুব ভালো,
শুকরিয়া তোমার অসীম দয়ার।
আমারো নিশ্চয় মিথ্যা বলার আনন্দ হতো,মিষ্টি মধুর কথায় কাউকে ধোকা দিতে হত,
কারো ক্ষতি করার জন্য মিথ্যা বুলি শোভনীয় নয়।
আমি কাকে উপদেশ দিব আমিতো কথাই বলতে পারিনা ।


ও বিধি, তুমি কি দেখতে পাও? আমাকে নিয়ে মানুষ কত ব্যঙ্গ করে,
কত তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় অহেতুক অপমান করে,
আমার কিন্তু বিষম কষ্ট হয় ,আর্তনাদের আত্মচিৎকার বুঝার মতো কারো সাধ্য নেই।
কথায় বলে ,বোবার কোন শত্রু নেই ,এটাও কিন্তু চিরন্তন সত্য বোবার কোন বন্ধুও নেই।


আমার ইচ্ছাগুলো কেউ জানেনা ,পছন্দগুলো কেউ বুঝেনা,
এই পৃথিবীকে দেয়ার মতো আমার প্রতিভা জ্ঞান,এগুলো কারো প্রয়োজন নেই।
কারো উৎসাহ অনুপ্রেরনা নয় বরং ঠাট্টা বিদ্রুপ করে সবাই,
আমাকে নিয়ে রহস্যের জালে আটকে যায় প্রতিটি মানুষ ,
আমি এক অভিন্ন মানুষ সকলের নিকট অপদার্থ ।


"" সহমর্মিতার সংবেদন ""