মানুষ নাকি গাধা হয় শুনি লোকের মুখে,
ছাগল গরু ভেড়া নামেও বলদ বলে ডাকে।
সভ্য ভাষায় ভদ্র লোকে কুত্তার বাচ্চা বলে,
পিতা মাতার পরিচয় হয়েছে শুয়ুরের দলে।


বাঘের মত শিকারি করবে মানুষ আহার,
সিংহের মত গর্জণ তোলে শক্তি ক্ষমতার।
লোকে দেখি ধুর্ত শিয়াল পাতে কঠিন ফাঁদ,
হাঁস মুরগীর পোড়া কাবাব খেতে বড় স্বাধ।


সাপ দেখি সরল সোজা অন্তরে বিঁষের থলি,
বিঁষাক্ত ছোঁবলে দংশন মানব জাতির বুলি।
কুমির যেন আস্ত মানুষ পেটের ভিতর ভরে,
আত্মীয় স্বজন অর্থ সম্পদ খাচ্চে গ্রাস করে।


উকিল মুক্তার জর্জ ব্যরিষ্টার কত উপাধি,
নামের শেষে বিশেষণ পশুদেরকেও বাঁধি।
পেশাজীবির মন্দ কর্মে কত রকম খেতাব,
জন্তু জানোয়ার সবি মানুষের বড় অভাব।