ভূবনে আমার মানব দেহখানি
রঙ্গরসে যেতে চায় সুখের দেশে,
পারের কান্ডারী দয়াল করুণাময়ী
থাকিস যদি সর্বদা আমার পাশে।


আমি অধম দোষ ত্রুটিতে সাজাই
নিত্য কর্মকান্ডে ঘটে অজান্তে ভুল,
তুই উত্তম ধৈর্য্যসহকারে ক্ষমাশীল
কামনা বাসনা দিলি জীবনের মূল।


তোর চরণ তলে উৎসর্গ করিলাম
বুকের ভিতর চিতার আগুন জ্বেলে,
আর্শিবাদ না দিস অভিশাপ দিস
জলন্ত অনল নিভাতে নয়ন জলে।


রাখিস তোর আশ্রয়ে হে পরিচালক
পথে প্রান্তে দিগন্তের সীমান্ত রেখায়,
শান্তির নীড়ে চির কল্যাণের সুপথ
পৌছে দিস অনন্তকালের ঠিকানায়।