কোন একদিন আমিও তোকে ভুলে যেতে পারি,
সেই জন্যই তুই কি দিলি আমার সঙ্গে আড়ি।
আমার থেকে অধিক কে ভালোবাসলো তোরে,
কার মন যোগাতে তুই আমাকেই রাখলি দুরে।


ডাকি যত মধুর স্বরে অভিমানে দিসনা সাড়া,
তোর কারণে নিঃস্ব আমি জগতে হই সর্বহারা।
আড়াল থেকে মুচকি হেসে আনন্দে করিস খেলা,
তোর প্রেমেই দিবানিশি কত নামের গাঁখি মালা।


আশায় আশায় দিন কেটে যায় ধৈর্য্য ধারণ করে,
করুণায় মহান হতে দয়া যদি দিস মুক্ত হস্ত উজারে।
ধন রত্নের অধিকারী তুই উচ্চ আসনে গর্বিত সদা,
বিন্দু দানে বড়ই কৃপণ হয়েছে অসাড় আমার কাঁদা।


দোষ যত আমার স্বীকার করে চাইছি ভুলের ক্ষমা,
নিদয়া নিঠুর তুই যে পাষাণ শাস্তি রাখলি জমা।
অবহেলা অনাদর যত করিস তুই ছাড়া কেউ নাই,
জীবন যৌবন অর্পণ করে তোর চরণে চাইছি ঠাই।