আমার জীবন নিয়ে খেলা করা
জগত সংসারে
আর কতকাল জীবন
ডুবে থাকবি পাপের সাগরে


যে সুখের আশা বুকে
অতৃপ্ত বাসনা
স্বার্থ লোভে অন্ধ হলাম
পাপের সূচনা
আমি বারে বারে কুপথে যাই
যৌবন জোয়ারে


মোহ মায়ায় মত্ত হলাম
ভোগ বিলাসে
কাম ক্রোধ লোভ লালসা
অন্তরে পুষে
সর্বনাশা জুয়ার নেশা
বাজীর আসরে


শক্তি ক্ষমতার দাপট
গড়েছে জালিম
সত্য মিথ্যা ন্যায় অন্যায়
হয়নি তালিম
লাঞ্চিত বঞ্চিত মানুষ
কর্ম ব্যবহারে


দু:খ দিলাম কষ্ট দিলাম
শাস্তি দিলাম কত
ভেঙ্গে চুরে নষ্ট করলাম
আপন ইচ্ছে মত
টুটুলের এই পরিনতি
ভবের খেলাঘরে