হৃদয় কপাট খোলে দিলাম চিরতরে আমি,
জানি আসবে না তবুও চাইছি দিবস যামী।
মম চিত্ত রঞ্জণে মুখের মুকুরে যতনে আঁকি,
হেরিতে চাহি রুপ তবুও নিত্য দিতেছে ফাঁকি।
হিয়ার মাঝে লুকিয়ে শিল্পী চাহে যেন গড়িতে,
পুজার আরতি হাতে কঠিন দেবতা জাগাতে।


মনটা সাজিয়ে নিলাম ভক্তির প্রেম বিশ্বাসে,
জীবনের শ্রেষ্ট উপহার চরণে অর্পণের আশে।
মোর ধ্যানে জ্ঞানে সদা জাগ্রত অতন্দ্র প্রহরী,
আকুল নয়নের দৃষ্টি আকাশ পাতাল বহ্মচারি।
মাটি কি পবন জল কি হুতাশন নির্ণীত আকার,
লুটাইব সুন্দরের মাঝে অস্তিত্ব বিলীন আমার।


অন্তর বিছিয়ে দিলাম পবিত্র মর্যাদার আসন,
রাজা মহাধিরাজ অধীনস্ত প্রজা করবে শাসন।
মায়াজালের ফাঁদে আসামী ভুলের অপরাধে,
অবাধ্য সীমালঙ্গনে ধৈর্য্যে সহ্য বিনা প্রতিবাদে।
শাস্তির বিধান ক্ষমাতে মহান আইন অস্পষ্ট,
স্বাধীন নাগরিক সার্বভৌম অধিকারে পথভ্রষ্ট।