পতন
তোফায়েল আহমেদ টুটুল


আসিয়া সুন্দর ভূবন,
পাইয়া এই মানব জীবন,
সময় নষ্ট করলি অকারণ,
ও মন মহাজন,
সময় নষ্ট করলি অকারণ।


আত্ম তত্ত সাধন করে,
মানব জীবন নিতে গড়ে,
শিক্ষা দীক্ষা করলিনা অর্জন।
ভালো মন্দ করে সন্ধান,
সাজাইতে মানব বাগান,
জ্ঞান বুদ্ধি নিত্য উপার্জন।
ও মন মহাজন,
সময় নষ্ট করলি অকারণ।।


হিসাব কষে লাভ লোকসান,
শূণ্যতে হয় সহজে সমাধান,
করতে গিয়ে স্বার্থ অন্বেষণ।
ক্ষতির সাধন নির্বিচারে,
প্রাপ্তির আশা জগত জুড়ে,
বাজি ধরে জীবন আর যৌবন।
ও মন মহাজন,
সময় নষ্ট করলি অকারণ।।


হিংসা বিদ্বেষ অন্তরে পুষে,
আঘাত দিলি বিনা দোষে,
অহংকারে মর্যাদার আসন।
ন্যায় নীতি আর সত্য ভুলে,
ডুবে রইলি মিথ্যার অতলে,
অবশেষে টুটুলের পতন।
ও মন মহাজন,
সময় নষ্ট করলি অকারণ।