আমি জাগি তারা জাগে
     নিশি কাটে না,
তন্দ্রা হারা নয়ন পাতায়
      ঘুম আসে না।
পিয়াসী মন ব্যকুল প্রেমে
       অন্তরের ক্ষুধা,
তৃষ্ণায় কাতর চকোরি কত
        চির অমৃত সুধা।


ভুলিবার আগে কহিলেনা
       কি মোর অপরাধ,
বিনা দোষে শাস্তি পেলাম
        মিটিল না সাধ।
এতো দেখেও পড়েনা পলক
         দুচোখের স্বপনে,
আঁধার তিথীতে নিরবে একা
          জল আসে নয়নে।


জাগিয়া চমকে উঠি শতবার
       অতীত স্মৃতির পাতা,
আশা ভালোবাসা হিসাব কষে
        শূণ্য হৃদয়ের খাতা।
বৃথা রচিত কানন প্রাণের মাঝে
         ফুটন্ত গোলাপের কলি,
উত্তাল সমুদ্রতলে সাঁতারে ডুবি
         বিরহের বেদনা ভুলি।।