ওগো আমার প্রাণের বুলবুল
      ময়না পাখি টিয়া,
মন বাগিচায় বসন্তের কোকিল
     আকুল করা পাপিয়া।
বুকের গহণ সুনিপুন বুনন বাসা
        বাবুই পাখির খাঁচা,
টুনটুনির গুন গুন গানে মাতানো
         হৃদয় অঙ্গনে মাচা।


বিশাল আকাশ জুড়ে অন্তর কোনে
           উড়ছে মুক্ত চিল,
নিথর জলে বসে মাছরাঙ্গা চুপচাপ
            বুকে মারে ঢিল।
সাঁতারু পানকৌড়ি ভাসে স্রোতে
           ডুবে অতল গহীণে,
শালীক শ্যামা ফিঙ্গে আনন্দে নাচে
           মনের সুবজ বনে।


নিকুশ কালো কাকের পালক গুলি
          অঙ্গে জড়ানো কেশ,
সাদা বকের সারি লুকায় কাশবনে
            সুখের পায়রা বেশ।
পাখির গানে মুখোরিত ভূবন সদা
        সাজানো জীবন কানন,
ভালবাসার যত মিষ্টি মধুর কলরব
           শুনি পাখির কুজন।


আদর যত্নে তারে দিবা নিশি পুষি
          হিয়ার ছোট্ট নীড়ে,
ভরসার নিরাপদ আশ্রয়ে চড়ুই পাখি
          দুধ কলা আহারে।
স্বাধীন চেতা তবুও সোনার খাঁচা ভেঙ্গে
          দিল আমায় ফাঁকি,
অচিন দেশের অজানা ঠিকানায় পালায়
          সাধের পরাণ পাখি।