যেখানে ফেলেছি চরণ পৃথিবীর বুকে,
অঙ্কিত পদচিহ্নে পথরেখা না থাকে।
পারিনি অনুসরণে গন্তব্যে যেতে,
হইনি অনুকরণের আদর্শ জগতে।


উচু নিচু পথ ধরে হাটিতেছি কোথায়,
দিক বিদিক হারিয়ে ছুঁটি অজানায়।
ভুলিয়া গিয়াছি কেন সঠিক ঠিকানা,
চারিদিকে হাহাকার দিশাহীন সীমানা।


হারিয়ে পথের বাঁকে খুঁজি সদা পথ,
জীবনকে বয়ে নিতে এলো মহারথ।
একা একা পাড়ি দিতে সহযাত্রী হীন,
পথের মাঝে সুর তোলে মরণের বীণ।


পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন,
বন্ধু বান্ধব পুত্র কন্যা ছিল প্রিয়জন।
নিঃসঙ্গ আজ পথে কেউ নেই পাশে,
জানিনা কি আছে পথের অবশেষে।