চিতার আগুন জ্বলছে বুকে দিবস রজণী,
শীতল পরশ দিলনা হায় প্রাণের স্বজনী।
আশা দিয়া ভাসাইল উজান স্রোতে টানি,
অথৈ জলে হাবুডুবু খাই সাঁতার না জানি।


নয়নে প্লাবন নিরবধি নিত্য ভাটির আশা,
আঁখি জলে তৃষ্ণা নিবারণ সর্বনাশা নেশা।
অবিরত অশ্রুধারা আনন্দে তোমার হাসা,
তরঙ্গে ভাঙ্গিল আমার শান্তি সুখের বাসা।


পাল তুলে বৈঠা হালে ভাসিয়ে রঙ্গিন ভেলা,
কষ্টের কলতানে সাজে তোমার লীলা খেলা।
স্বপ্নের দ্বীপে নোঙ্গর করে কাটিয়ে সারাবেলা,
হাসি গানের শব্দ গুলি বাড়ায় আমার জ্বালা।


তোমার আশায় নদীর বুকে জাগি বালুচর,
ভালোবাসার বৃন্দাবনে গড়বে মিলন বাসর।
মরু ভেবে চরণ ফেলে হলেনা কভু অগ্রসর,
প্রেম প্রণয়ে হইনি আপন দুজনে হলেম পর।