মনটাতো আমার কবেই মরে গেছে,
কেউতো জানেনা প্রানহীন দেহটা বেঁচে আছে।


মনের অলি গলি যখন যে পথে চলি,
খুঁজি আঁখি মেলি লোকের ভীড়ে।
নিত্য ছায়ার ধোকা থমকে দাড়াই একা,
কাঁদি বসেই শুধু হৃদয় নীড়ে।
কেউতো বুঝেনা ব্যথা ভাবে মিছে।


জীবন বীণা তারে বাজাই যে সুরে সুরে,
তবুও থাকে দুরে শুনেনা সে গান।
বিরহ চিতার অনল শান্তনা এ আঁখিজল,
ভুলতে পারিনা কভু প্রেমের দান।
কেউতো আসেনা ভবে ডাকলে কাছে।