মন সওদাগর বাণিজ করে প্রেমের বাজারে
সুখ শান্তির হাসি আনন্দ হৃদয়ের মাঝারে।
ধুম চলেছে বেচায় কেনায় কষাকষির দাম,
আসল নকল চলছে যাচাই কলঙ্কে বদনাম।


খাঁটি সোনা নকল হাটে সুবিধাবাদী দালাল,
আসল বলে ক্রেতাকে ধরিয়ে দিল ভেজাল।
যায়না দেখা রুপের বাহার আকার আকৃতি,
হয়না তার সঠিক ওজন পণ্যের মূল্যনীতি।


বিশ্বাসের দোকানে গিয়া প্রেমকে দেখি একা,
সুযোগ বুঝে অবুঝকে প্রতারণায় দিল ধোকা।
ছল চাতুরি ধরিয়ে দিল মিথ্যা প্রেমের আবেশ,
সত্য সুন্দর পবিত্র চরিত্রবানের নিষেধ প্রবেশ।