হাজারো জনম ধরে এই বুকের বাসর ঘরে,
চুপি চুপি প্রতিদিন বাসবো ভালো তোমারে।
চোখ মেলেই দেখব আকাশে সকালের সূর্য,
রুপের আলোর দ্যোতি করেছে কিরণ কর্জ।


দু:খ তাপে ব্যথিত চিত্তে ভালোবাসার সুখে,
তন্দ্রাহারা আধার তিথীতে হারিয়ে যাব বুকে।
চাদের জোস্না দৃষ্টি পানে পলকহীন আখিদ্বয়,
মাধবী রাতে তোমার বদন পূর্ণিমা মনে হয়।


হৃদয় বনে বিচরণে হরেক রকম ফুটবে ফুল,
মিষ্টি সুবাস ছড়ায় যেন তোমার কথার মুকুল।
ঘোমটার আড়ালে সদ্য ফোটা পুষ্পকলি একা,
কোমল পাপড়ি হাসির ছলে খুজে বেড়ায় সখা।


যুগে যুগে কত সাধনায় পেলাম তোমার মন,
আমার সাজানো পৃথিবী তুমি কত যে আপন।
অস্থি মাংসে গড়া দেহে আমার ছোট্ট অন্তর,
বিধির কৃপা শ্রেষ্ট উপহার পবিত্র প্রেম সুন্দর।