পৃথিবীর কাছে মানুষের রয়েছে কত দাবী,
অমরত্ব লাভের আশে চেয়েছে অনেকে চাবি।
শক্তি ক্ষমতার জোরে পৃথিবী করিতে দখল,
উর্বর মাটির বুকে ফলাতে চায় নানান ফসল।


আকাশে উড়াল দিতে নভোচারী পাখা
মেলে,
আবিস্কারক বিজ্ঞানী গবেষক পতিত ভূতলে।
সবুজের বনাঞ্চলে চিন্তা ভাবনায় শহর নগর,
ধন রত্নের সন্ধানে সেচিতে চায় সিন্ধু সাগর।
 
বাতাসের গতিপথ আটকাতে করে অবরোধ,
অগ্নিকে বরফ কলে পানিকে বানাতে চায় দুধ।
ফুলের কসে মিষ্টি মধু কৃত্রিম রুপে খায় চেটে,
জৈব পদার্থ রয়াসন মিলে প্রকৃতি নিল লুটে।


এই পৃথিবী যেমন ছিল তেমনি আছে আদৌ,
কি হারিয়ে সকাল সন্ধ্যা বোকার মত কাঁদো।
আজকে যা ভাবছো তোমার শত বছর আগে,
জান নাকি এই জমি জমা ছিল কাদের ভাগে।


শত বছর পরে আবার থাকবে তুমি কোথায়,
কেউ আসেনি ফেরত কভু চলে গেছে যেথায়।
পৃথিবী তার নিয়ম ধরেই আদি অনন্তকালের,
যুগ যুগান্তের কালের স্বাক্ষী সকল মানুষের।
 
বুকের মাঝে আকড়ে সৃষ্টি সকল করল আপন,
রহস্যের ভেরাজালে সুন্দর পৃথিবীর রুপ যৌবন।
অতিথিকে আদর যত্নে দিয়েছে সেবার আশ্রয়,
চরম প্রতিশোধ নিতে একদিন ডাকবে মহাপ্রলয়।