প্রিয় ভালোবাসা


সোনার চেয়ে খাঁটি তুমি হীরার চেয়ে দামী
অমূল্য ধন মানিক রতন যত্ন নিতেছি আমি
আসল নকল চিনবেনা যে তার থেকে দুরে
মিশবে শুধু তাদের সাথে যেজন কদর করে
দুষ্ট লোকের মিষ্টি কথা ভাবলে যাকে আপন
সেই কিন্তু ধ্বংস করে দিবে তোমার জীবন
স্বার্থলোভী এই জগতে আপন স্বার্থের পাগল
কথা কর্ম ব্যবহারে বুঝতে হবে মানুষ সকল


অতি সহজ সরল তুমি কোমল তোমার মন
হাসি খুশি সবার সাথেই নিষ্পাপ এক বদন
বিশ্বাস তোমার বুকের ভিতর মানুষের প্রতি
তবুও কেউ ধোকা দিয়ে করতে চাইবে ক্ষতি
আমার সকল প্রচেষ্টা শুধু রাখবো সাবধানে
মান মর্যাদার গৌরব তোমার বাড়বে ভূবনে
শাসন বারন আদেশ নিষেধ ভাল রাখার জন্য
তোমার সাথে পরিচয়ে হয় যেন সকলে ধন্য


সদা তুমি সত্যবাদী চরিত্রবান একটি ছেলে
সে জন্য এত সচেতন করি না জড়াতে ভুলে
পৃথিবীটা বড় নিষ্ঠুর নির্মম পাষুন্ড বর্বর মানুষ
সুযোগ সন্ধানীরা তোমার কাঁধে চাপাবে দোষ
শক্তি সাহস এ জগতে তুচ্ছ জানি সব ক্ষসতা
ভয় ভীতি সব দূর করিয়ে উঁচুতে রাখিব মাথা
ব্যক্তি হিসাবে তুমি সুশিক্ষিত শান্ত শিষ্ট নম্র ভদ্র
বোকার মতো থাকবে কেন না চিনে শত্রু মিত্র


সুন্দর স্মার্ট তরুণ যুবক আমার অনেক প্রিয়
রুচিশীল পছন্দ অপছন্দ তোমার অতুলনীয়
ভালোবাসি অনেক বেশি জীবনের চেয়ে বেশি
জানিনা আমি কেমন করে করব তোমায় খুশি
হারানোর ভয়ে ব্যাকুল প্রাণে অস্থিরতা বাড়ে
হঠাৎ করেই কভুও তুমি যাওগো আমায় ছেড়ে
সেবা যত্নের চরণ দাসী ঠাই দিওগো চরণ তলে
ভৃল ত্রুটি যত করি কখনো আমায় যেওনা ভুলে