কিছু কিছু মানুষ জীবনে আসে স্বার্থের প্রয়োজনে,
প্রয়োজন ফুড়ালে কেটে পড়েছে সময়ের  ব্যবধানে।
সুযোগের সন্ধানে বেঁধে বন্ধনে লাভের হিসাব কষে,
কলিজায় আঘাত হানে অপবাদ দেয় বীনা দোষে।


কিছু কিছু প্রেম আসে অভিনয়ে করে যায় ছলনা,
ভালোবেসে মন নিয়ে খেলে কখনো হৃদয় বুঝেনা।
নিমিষে বদলায় মন কথা দিয়ে অনায়েসে ভুলে যায়,
জীবন মরণে প্রেমের শপথ প্রতিজ্ঞার হাত বদলায়।


কিছু কিছু ভালোবাসা আসে ভালোলাগার পথ ধরে,
বিশ্বাসের সুঁতোয় বাঁধেনা কভু প্রিয়জন ভেবে অন্তরে।
মান অভিমানে ঘৃণার দেয়াল অধিকারে তোলে দাবী,
কর্তব্য অবহেলায় সম্পর্ক মিছে স্বপ্ন আশা ভাঙ্গে সবি।


কিছু কিছু চাওয়া জীবনে থাকে অপূর্ণতার মাঝে বেঁচে,
বাঁচার প্রয়োজনে ভরসার আশা শান্তণা যদিও মিছে।
অফুড়ন্ত চাহিদার প্রাপ্তি ষোল আনা সুখ শান্তি পেতে,
পরাজীত সময়ের কাছে কেউ চায় ব্যথা বেদনা সহিতে।


কিছু কিছু প্রয়োজন মানুষের দ্বারে দ্বারে ভিখারীর বেশে,
আকুতি মিনতির প্রতিদানে লাঞ্চিত হতে হয় অবশেষে।
বঞ্চিত অধিকারের মুক্ত স্বাধীনতা রয়েছে যেথা পরাধীন,
কারো প্রয়োজন কেউ বুঝবেনা পৃথিবীর বুকে কোনদিন।