আল্লাহু আল্লাহু তুমি রহমানুর রাহীম
এই জগতের প্রধান তুমি অনন্ত অসীম ২


তুমি আজব কারিগর
মাটি দ্বারা মানুষ তুমি বানাইলা সুন্দর
দিলে উচ্চ মর্যাদা ফেরেস্তা করিল সেজদা
আদমকে দিয়েছিলে গোপনে তালিম ঐ


তুমি সর্ব শক্তিমান
নমরুদের অগ্নিকুন্ডুলি বেহেস্তের বাগান
ছিল ঠান্ডা শান্তিময় সুশীতল আশ্রয়
বসিয়া রয়েছে যেথায় নবী ঈব্রাহীম ঐ


তোমার নবী ইউসুফ
আলোকিত করে দিল অন্ধকার এক কূপ
ছিল গোলামী জীবন পেল রাজ্য সিংহাসন
চন্দ্র সূর্য সেজদা করে মিশরের আজীম ঐ


তোমার মূসা পয়গাম্বর
নীল নদে হাটিল সোজা রাস্তা পানির উপর
পিছু নিয়ে ফেরাউন ডুবল অতলের গহণ
দুশমনের কঠিন সাজা শায়িত অন্তিম ঐ


তুমি বড় মেহেরবান
মাছের উদর হইতে ইউনুছ পাইল পরিত্রাণ
হল চল্লিশদিন যাপিত ছিল কেমন জীবিত
শুকরিয়া জ্ঞাপনে তখন করিল তাজীম ঐ


তোমার আইয়ুব এক নবী
আঠারো বছর সেবে জগতে রহিমা বিবি
প্রেমের বিশ্বাসী শক্তি ছিল ধৈর্য্যশীল ভক্তি
শেফা দানে বাধ্য হলেন অচিন্ত্য হাকীম ঐ


তোমার নবী মুহাম্মদ
সারা বিশ্বের সম্পদ আনিল মুক্তির সনদ
শান্তির ধর্ম ইসলাম নাযিল পবিত্র কালাম
মানব জাতির হেদায়েতে কুরআনুল কারীম ঐ