একটা মানুষ কত রঙ্গের খেলা
খেলছে দুনিয়ায়
কি সুন্দর বানাইছে মানুষ
বিশ্ব বিধাতায়


যাদুর বাঁশি দিবা নিশি
বাজায় অচীন সুরে
প্রেমের জ্বালা সুখের দোলা
অন্তর শুধু পুড়ে
মন দিয়া মন নিতে গেলে
কুল মান হারায়


এক আত্মাতে একটি মানুষ
এই পৃথিবীর বুকে
অভিন্ন এক নারী পুরুষ
জীবন মরন লিখে
এক শূণ্য থেকে পূর্ণ হতে
ক্ষুধা তৃষ্ণা বাড়ায়


যৌবনের এক জোয়ার আসে
বিষম ঝড় তুফান
অথৈ জলে সাঁতার দিতে
হুশিয়ার সাবধান
জীবন মাঝি এক বড় পাঁজী
হাল ছেড়ে দাঁড় বায়


ভোগ বিলাসে এই টুটুলে
করল মহা ভুল
আপন মানুষ চিনলনারে
প্রাণে যে আকুল
সাধন ভজন মধুর মিলন
গন্তব্য কোথায়