সৃষ্টি করিয়া মহান স্রষ্টায় সেজদার দিল হুকুম,
সেজদায় শ্রেষ্ট মর্যাদা পেল মাটির গড়া আদম।
সেজদার কথা বলছে আল্লাহ আকিমুস সালাতে,
আয়াত নাযিল পবিত্র কুরআনে বিরাশি জায়গাতে।


ভক্তির ইবাদতে প্রেম অন্তরে বসে একিন করিয়া,
সালাতের মাঝে সেজদা দাও আল্লাহকে দেখিয়া।
ধ্যানে জ্ঞানে একাগ্র চিত্তে না দেখলে দুই চোখে,
আসসালাতুল মেরাজুল মুমিন সেজদা দিবে কাকে?


আল্লাহর সন্তুষ্টি অর্জনে হলে একটা সেজদা কবুল,
ক্ষমা পাইবে সকল গুনাহ জীবনে আছে যত ভুল।
মক্কা মদীনা কাবা ঘরে মন মসজিদে আযান শুনে ,
সেজদাতে লুটিয়ে পড় আল্লাহর চরণের সামনে।


হৃদয়ে যদি চিনা জানা থাকে নবী রাসুলের পথে,
আল্লাহকে দেখার সুযোগ নাজাত পাবে আখেরাতে।
ঈমানদার মুসলমান যেজন মুমিন মুত্তাকী দুনিয়ায়,
জগতে তারাই কেবল সেজদার মাঝে দেখতে পায়।