তুমি বাদশা হে শাহান শা
রতমাতুল্লিল আলামিন
দক্ষ পরিচালনায়
রাজ্য আসমান জমিন।।


চাঁদ সুরুজ আর গ্রহ তারা
তোমারি হুকুমে
আলো ছায়ার খেলা করে
নির্ধারিত নিয়মে
রোদ বাদল আর গরম শীতল
সময়মত রাত্রদিন।।


পশু পাখি আর কীট পতঙ্গ
সৃষ্টি যত ভূবনে
বিশ্ব শাসক ন্যায় বিচারক
সব কিছু প্রদানে
শাসন কার্যে আকাশ পাতাল
হিসাব তোমার কঠিন।।


মাটির বুকে ফলছে ফসল
বৃক্ষ আর লতায়
সাগর নদীর জোয়ার ভাটা
মিশেছে মোহনায়
সকল প্রয়োজন মেটাতে যে
ভেবেছিল অগ্রিম।।


তুমি বাদশা হে শাহান শা
রতমাতুল্লিল আলামিন
দক্ষ পরিচালনায়
রাজ্য আসমান জমিন।