ঘরে আমার মন বসে না
      কি যে করি সই,
মনের মানুষ তালাশ করি
      আছে বল সে কই


দিবস যামী যার আশাতে
       জানিনা সে কোথায়,
দেশ বিদেশে খুঁজে বেড়াই
      বন্দি বুকের খাঁচায়
কত মানুষ পৃথিবীতে
  পড়ে না চোখ দেখে সই


পূর্বে যেতে পশ্চিম পথে
      অজান্তে যাই চলে,
হুশ থাকে না আমার কোন
       কে এসে কি যে বলে
কেউ বুঝেনা আমার ব্যথা
       হাসে পাড়ার লোকে সই


প্রাণের মাঝে জাগে সদা
অচেনা সেই মুখ,
হৃদয় মাঝে সুখের দোলা
চিতায় পুড়ায় বুক
টুটুলের এই বিচ্ছেদ জ্বালা
    বিরহের অসুখে সই