কত আশা বুকের ভিতর স্বাধের এই দুনিয়ায়
মিটিলওনা তবুও জীবন প্রদীপ নিভে যায়
এত চাওয়া এত পাওয়া জীবনকে করে ধাওয়া
ভাঙ্গা গড়া সংসারে কাধের উপর কত দায়


সুখের বাসনা বুকে পুড়ে চিতায় দুঃখে
অবিরাম ঝরে যায় অশ্রু চোখে
জ্বালা সহেনা প্রাণে ক্ষুধায় রাত্র দিনে
অনাহারী কেঁদে মরে নিত্য দহণে
কত ব্যথার বেদনাতে কাতর আর্তনাদে
জীবনের গতি পথে কখনো অসহায়


জীবন সাজাতে গিয়ে ভুলের মাসুল দিয়ে
নিরাশার বালুচরে বাঁধে খেলাঘর
তরী ভাসে অকূলে বাদাম নাই মাস্তুলে
বৈঠা বিহীন মাঝি ধরিল হালে
অচেনা তেপান্তর ঘুরে কত বন্দর
জোয়ার ভাটার টানে নোঙ্গর যদি হারায়