হারিয়ে ফেলেছি আমার গানের স্বরলিপি
আঁধারে কেঁদেছি ভুলিনি অতীতের স্মৃতি।
         সবুজ শ্যামল কোমল অন্তর,
         বিষন্নতার জোয়ারে লাহোর।
         বিরাজিত সুখে বেদনা বিধুর,
         অবিরাম বাজে সুকণ্ঠের সুর।
সাজনো স্বপ্নের আশা যত অতীতের মাঝে,
দিবানিশি খুঁজিতেছি স্মৃতির ভাঁজে ভাঁজে।


ক্ষণে ক্ষণে মনে পড়ে স্বর্গ সুখ মাটির ভূবনে
ফুলে ফুলে কুঞ্জবনে অষ্টপ্রহর প্রেম কাননে।
          শ্যামের বাঁশি রাধার হাসি,
          ফাল্গুনের বসন্ত বারো মাসি।
          অভিষারে মধুর মাধবী নিশি,
          দোল পূর্ণিমার এক পূর্ণ শশী।
পাঁপড়ির সুভাষ মাখা পুষ্প কলির আল্পণা,
সুগন্ধে মন আনন্দে স্বপ্নেরা বিভোর কল্পনা।


নিগূঢ় প্রেমের বিশ্বাসে রঙধনু হৃদ আকাশে
ধূসর কালো মেঘে বৃষ্টি ঝরে দুচোখ ভাসে।
           কত না সোহাগ করিয়া,
           সাধের পিরিত শিখাইয়া।
           অবশেষ গেল যে ভুলিয়া,
           স্মৃতির অনল দিল জ্বালিয়া।
চিতার দহণে পুড়ি অতীতের কথা স্বরণ করি,
কলিজা অঙ্গার ছাতি চৌচির বেঁচে আছি মরি।