ফাগুন বসন্তে সৌরভে ফুটিল যে ফুল মনের বাগিচায়,
চৈতালী অগ্নিদীপ্ত রৌদ্রে আগুন জ্বলে সেই ফুলের শাঁখায় শাঁখায়।।
বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তেমার এই ঋণ,
এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আবার হারানেো সেই দিন।


মনের মাঝে মহল গড়ে বাস করিতে দিলাম যারে,
বিশ্বাস সে তো করেনা ভুল বুঝে শুধু থাকে দুরে।
হৃদয় চিড়িয়া যদি বন্ধু দেখানোর কোন থাকে উপায়,
সিন্ধুকের মত খোলে চাবি দিয়ে দিতাম তোমায়।


কেমন আছো প্রাণের সখা জানতে ইচ্ছে করে,
বঞ্চিত অধিকারের ছিন্ন সম্পর্ক শুধুই মনে পড়ে।
দায়হীন কর্তব্য বিহীন হৃদয়ের এক কোণে বসে,
দিবা নিশি অষ্ট প্রহর অতীত স্মৃতি মনে ভাসে।